শিরোনাম

জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়, সিলেট -এ ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ বাস্তবায়ন শীর্ষক ২০২২-২০২৩ অর্থবছরের ৪র্থ প্রান্তিকের কর্মশালা এবং সভা অনুষ্ঠিত:

‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক ২০২২-২০২৩ অর্থবছরের ৪র্থ প্রান্তিকের একটি কর্মশালা এবং সভা ১৩ মে, ২০২৩ শনিবার জনতা ব্যাংক লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট-এর তত্ত্বাবধানে বিভাগীয় কার্যালয়, সিলেট-এ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কার্যালয়, এরিয়া অফিস ও শাখাসমূহের ব্যবস্থাপক ও নৈতিকতা কমিটির সদস্যগণ বর্ণিত কর্মশালা ও সভায় অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, জিএম, বিভাগীয় কার্যালয়, সিলেট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.কে.এম ফজলুর রহমান, জিএম-ইনচার্জ, এইচআর এবং ফোকাল পয়েন্ট, নৈতিকতা কমিটি, প্রধান কার্যালয়, ঢাকা। নৈতিকতা কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট ও এইচআরডিডি -এর ডিজিএম জনাব ছাবিকুন নাহারসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২৩ এর আলোকে এ ব্যাংকের প্রণীত শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নের সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা ও কর্মশালার প্রধান অতিথি জিএম-ইনচার্জ, এইচআর ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট তার বক্তব্যে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সকলকে আত্মসমালোচনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে নিষ্ঠা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে স্ব স্ব দায়িত্ব পালনের বিষয়ে পরামর্শ প্রদান করেন। জনতা ব্যাংকে এর প্রয়োগ, পরিকল্পনা, কোড অব কন্ডাক্ট ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের সকল স্তরে সুশাসন নিশ্চিত করে দেশের উন্নয়নে এ ব্যাংকের কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি আহ্বান জানান।

কর্মশালায় ডিজিএম, এইচআরডিডি শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং শুদ্ধাচার সংশ্লিষ্ট ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক অন্যান্য কার্যক্রম যথা, এপিএ এবং সিটিজেন চার্টার বাস্তবায়নসহ সেবা গ্রহীতার মতামত সংরক্ষণ, সরকারী যানবাহনের যথাযথ ব্যবহার, কর্মপরিবেশ উন্নয়নে পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি, অকেজো মালামাল নিষ্পত্তিকরণ ইত্যাদি বিষয়ে পরামর্শ প্রদান করেন।

পরিশেষে, সোনার বাংলা গড়তে হলে প্রতিষ্ঠান তথা সমাজের সর্বস্তরে নৈতিকতা, সততা ও শিষ্টাচার চর্চার কোন বিকল্প নেই, তাই ব্যাংকের গ্রাহকের স্বার্থ সমুন্নত রাখার প্রয়াসে স্বল্পতম সময়ে সর্বোত্তম সেবা প্রদানসহ গ্রাহক সেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করে সভার সভাপতি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

আরও দেখুন

কুয়াকাটাস্থ SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইড্থ সিঙ্গাপুর প্রান্তে পুন: সংযোগ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, গত ১৯/০৪/২০২৪ খ্রি. শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *