জামালপুর সদরে সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের উদ্যোগে ৬০ টি পূজামন্ডপে শাড়ী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে শহরের শ্রী শ্রী রাধা মোহন জিউ মন্দির প্রাঙ্গণে পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে সংসদ সদস্যের পক্ষে আনুষ্ঠানিকভাবে এসব শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মো. সুরুজ্জামান, জামালপুর জেলা যুবলীগের সভাপতি,জনাব রাজনসাহা রাজু।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক স্বীদ্বার্থ শংকর রায়।
এ সময় জামালপুর সদর ও পৌরসভার পূজা মন্ডপগুলোতে সর্বমোট ৬০০ টি শাড়ী ও নগদ ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়।
জামালপুর।
২০.১০.২৩