জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ঢাকা কর্তৃক শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্ম দিন ও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে শহীদ শামসুন নেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, হাজারীবাগ, ঢাকায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে উক্ত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং শহীদ শেখ রাসেল এর জীবনীর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। জনাব মোহাম্মদ আমান উল্লাহ, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, ঢাকা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, জনাব মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়, ঢাকা, জনাব তানিয়া পারভীন, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, ঢাকা, জনাব রোকসানা খানম মুন্নী, থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মিরপুর, ঢাকা, জনাব মোঃ নুরে আলম, থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তেজগাঁও, ঢাকা। ঢাকা মেট্রো এলাকায় কর্মরত কর্মকর্তা এবং উক্ত কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠান শেষে শিশুদের মাধ্যমে শহীদ শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয় এবং অত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জন্ম নেওয়া নবজাতক শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
আরও দেখুন
কক্সবাজারে SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, আগামী ২৭/০৭/২০২৪ খ্রি. শনিবার …