জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ঝাউলা গোপালপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সরোয়ার জাহান প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা করেন শরীরচর্চা শিক্ষক মোঃ সলিমুর রহমান, আলহাজ¦ মোঃ মাসুদুর রহমান। সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষিকা সুলতানা রাজিয়া, সালমা খাতুন, সাবিনা ইয়াসমিন, শিউলি বেগম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রকৌশল ডিপ্লোমা বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সোলায়মান, আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন, শিল্পী বেগম, জামাল উদ্দিন, মাহবুব আলম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোাঃ শরাফত আলী। অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন, স্কাউট দলের কুচকাওয়াজ, শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা প্রদর্শন। আলোচনাশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আরও দেখুন
চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় দক্ষিণাঞ্চলে ইয়ামাহার বিশেষ সার্ভিস ক্যাম্প ।
সম্প্রতি চলমান বন্যা পরিস্থিতিতে দেশের দক্ষিনাঞ্চলের যোগাযোগ ব্যাবস্থা ভেঙে পরে। যাতে করে বিপাকে পরে স্থানীও …