বিশ্ব ইজতেমায় আগত সম্মানিত মুসল্লিগণকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক টঙ্গির তুরাগ নদীর তীরে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছে। উক্ত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সহায়তায় সমাবেশস্থলে আগতদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।
১৩ জানুয়ারি ২০২৩ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজিমউদ্দৌলা মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যা়ংকের উত্তরখান শাখার ব্যবস্থাপক ও এসএভিপি জনাব মোঃ আব্দুল মজিদ, আশকোনা শাখার ব্যবস্থাপক ও এভিপি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, ব্যাংকের শরীয়াহ্ কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন এর মুরাকীবগণ এবং আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।