শিরোনাম

ডেসকো’র উদ্যোগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের উদ্যোগে বিদ্যুতের বকেয়া আদায় ও সিস্টেম লস কমিয়ে আনার লক্ষ্যে সোমবার ( ১৫ জুলাই) ডেসকো আওতাধীন রাজধানীর তিনটি স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযান পরিচালনা করেন ডেসকো’র নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শংকর বিশ্বাস। আগারগাঁয়ে ৯৬ নং পশ্চিম কাফরুল তালতলা কাঁচাবাজারে গিয়ে দেখা যায় হাজী মো: আবুল বাশার তার নামে নেয়া দুটি মিটার ( মিটার নং ০৬৬১৩০০০৫১৫ এবং ৬৬১১৫০০০০৪৩০) থেকে বাইপাস লাইন করে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। ডেসকো’র নির্বাহী ম্যাজিস্ট্র্যাট শংকর বিশ্বাসের নেতৃত্বে ডেসকো’র টিম মিটার বক্স ভেঙ্গে দেখেন, গ্রাহকপোল থেকে আসা লোকাল সার্ভিস তার কেটে পৃতক তারের মাধ্যমে বাইপাস সংযোগ ব্যবহার করেন। উক্ত বাইপাসের মাধ্যমে কাঁচাবাজার হাজী আবুল মার্কেট এবং একটি খাবারের হোটেলে বিদ্যুৎ সরবরাহ করছিল। তাৎক্ষণিক লাইনটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া শ্যামলী ২নং রোডে পাঠানগলিতে মিটারবিহীন লাইন দেখা যায়। তবে স্থাপনা খুঁজে পাওয়া যায়নি। সেখান থেকে ২ কেজি তার জব্দ করা হয়।
এদিকে বিএনপি বাজার মুরগীর মার্কেটে মিটারবিহীন লাইন পাওয়া যায়। সার্ভিস তার কেটে হুকিং এর মাধ্যমে এখানে অবৈধ সংযোগ পাওয়া যায়। কোন নির্দিষ্ট স্থাপনা না পাওয়ায় সতর্কতা নোটিশ দেয়া হয় এবং ১৩ কেজি তার জব্দ করা হয়।
এ বিষয়ে ডেসকো’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মীর নাহিদ আহসান বলেন, ‘আমরা ডেসকো’র পক্ষ থেকে নিয়মিত অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করছি এবং এটা অব্যাহত থাকবে। রাতের আঁধারে কিংবা মধ্যরাতে কিছু অসাধু চক্র অবৈধভাবে হুকিং এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে থাকে। আমাদের টিম রাতেও নিয়মিত টহলে থাকে। তারপরও চক্রগুলো সুযোগ পেলেই এধরনের কাজ করে থাকে। আমি এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার অনুরোধ করছি এবং কেউ যদি এধরনের কাজ দেখে থাকেন তাহলে আমাদের ডেসকো’র কল সেন্টারে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। তথ্যদানকারীর পরিচয় গোপন করা হবে। আমরা চাই গ্রাহকদের মানসম্মত এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে ডেসকো অঙ্গীকারবদ্ধ। স্মার্ট গ্রাহকসেবা নিশ্চিত করতে ডেসকো’র পাশাপাশি ডেসকো’র গ্রাহকদেরও এগিয়ে আসতে হবে।’

আরও দেখুন

মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত ।

‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ এর চ্যাম্পিয়ন হলো সংবাদ ভিত্তিক টিভি চ‍্যানেল, নিউজ ২৪। গত ১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *