শিরোনাম

ডেসকো’র গ্রাহক সেবা উন্নয়ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন রমজান মাস ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং ডেসকোর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কর্তৃক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ডেসকো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব), পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষ, জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় ডেসকো’র চেয়ারম্যান জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন “আমাদের মূল লক্ষ্য গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করা। আসন্ন রমজান ও গ্রীষ্ম মৌসুমে যেন কোনো গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের শিকার না হন, সে বিষয়ে আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি”। এছাড়াও তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এনডিসি, পিএসসি (অবঃ) এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তাগণ আসন্ন রমজান মাস এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ইফতার, সেহরি এবং তারাবির নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সম্ভাব্য চ্যালেঞ্জ ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গ্রাহকদের যেকোনো সমস্যার দ্রুত সমাধান করতে অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও সভায় ডেসকো’র আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

আরও দেখুন

বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব-২০২৪” এর মেগা পুরস্কার বিতরণ

“বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব-২০২৪” মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক, ছয়ফুল্লাকান্দি বাজার শাখা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *