ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর “৩০ তম বার্ষিক সাধারণ সভা-২০২৪ গত ২২/০২/২৪ খ্রিঃ তারিখ অনুষ্ঠিত হয়। পবিসের সর্বস্তরের গ্রাহক সদস্য গণের উপস্থিতিতে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল ৯ ঘটিকা থেকে বেলা ১১ ঘটিকা পর্যন্ত গ্রাহকবৃন্দের রেজিস্ট্রেশন এবং স্টল প্রদর্শনী করা হয়। স্টল প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের তৈরি পণ্য সমূহ প্রদর্শন করেন এবং পবিসের নানাবিধ কর্মকাণ্ড উপস্থাপন করা হয় এছাড়া পিঠা উৎসবের আয়োজন করা হয়। ঢাকা-১৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় সাধারন সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন পবিসের সিনিয়র জিএম মহোদয়। সংসদ সদস্য মহোদয় তার বক্তব্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বাপবিবোর্ড এর
চেয়ারম্যান মহোদয়ের পক্ষে উপ-পরিচালক জনাব তসলিমা পারভীন মহোদয় প্রতিবেদন পাঠ করেন। সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়, সমিতি বোর্ডের সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যাক্ষ তাদের প্রতিবেদন পাঠ করেন। অনুষ্ঠানে ঢাকা পবিস-১ এর সদর দপ্তর সহ সকল জোনাল/ সাব-জোনাল অফিসের বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের পুরস্কার প্রদান এবং গ্রাহক রেজিষ্ট্রেশন হতে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। ঢাকা পবিস-১ এর প্রাক্তন সিনিয়র জিএম মহোদয়গণ এবং ঢাকার পার্শ্ববর্তী পবিস সমূহের প্রাক্তন ও বর্তমান সিনিয়র জিএম মহোদয়গণ উপস্থিত ছিলেন। এছাড়া বাপবিবোর্ড ও পবিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও দেখুন
গ্রান্ড পূর্ণমিলনী
কুমিল্লা ওএলএফ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে “আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল”-এর …