শিরোনাম

তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালাল চীন

চীনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ানের চারপাশে তারা সামরিক মহড়া চালিয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় সামরিক মহড়া। চীনের এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছে তাইওয়ান।

রবিবার দিবাগত রাতে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, তাইওয়ানের চারপাশে সাগর ও আকাশপথে একই সঙ্গে যুদ্ধপূর্ব প্রস্তুতি এবং যুদ্ধকালীন সম্ভাব্য সামরিক পদক্ষেপের মহড়া চালিয়েছে তাদের বাহিনী। এ মহড়া চালানো হয়েছে স্থলভাগ ও সাগরপথে হামলাকে প্রাধান্য দিয়ে।

ওই বিবৃতিতে চীনের সেনাবাহিনী আরো বলেছে, এ মহড়া চালানো হয়েছে বহিরাগত শক্তি ও তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর উসকানিমূলক কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে প্রতিহত করার সক্ষমতা যাচাইয়ের জন্য।

তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, ভিত্তিহীন অভিযোগ করছে চীন। তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা চীন ও তাইওয়ান উভয় পক্ষের জন্যই জরুরি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, তাইওয়ানের চারপাশে ২৪ ঘণ্টায় কার্যক্রম চালানো ৫৭টি চীনা বিমান ও ৪টি নৌজাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৮টি বিমান তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়েছিল।সূত্রঃ কালেরকণ্ঠ

আরও দেখুন

কমলা হ্যারিসকে সমর্থন দিলেন ওবামা ও মিশেল

গত কয়েকদিনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডেমোক্র্যাটিক দলের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্টপ্রার্থী হিসেবে সমর্থন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *