শিরোনাম

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান।

তিতাস গ্যাসের আওতাধীন কালিগঞ্জ, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, চাষারা, নারায়নগঞ্জ, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, গুলশান, ঢাকা ও আশুলিয়া, সাভার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে গত কয়েক দিনব্যাপি অভিযান পরিচালনা করে ৯১৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । এতে দৈনিক প্রায় ৮,৬০,৯৮২ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মাসিক মূল্য ৯৭.৯৯ লক্ষ টাকা।

অবৈধ গ্যাস সংযোগের মূল উৎপাটনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তিতাস গ্যাসের আওতাধীন পূর্ব লামাপাড়া, ফতুল্লা, নারায়নগঞ্জ. নাওজোড়, কড্ডা, হরিনচালা, কোনাবাড়ী, আশুলিয়া, সাভার, গাজীপুর. ভালুকা, ময়মনসিংহ, মিরপুর, ঢাকা, কামরাঙ্গীর চর, কেরানীগঞ্জ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ০৮টি শিল্প, ০৮টি বাণিজ্যিক ও ৪১টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন এবং প্রায় ৫০০ ফুট অবৈধ পাইপ লাইন অপসারন করা হয়েছে। এতে দৈনিক প্রায় ২,০২,৩৫৬ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মাসিক মূল্য ৪০.০০ লক্ষ টাকা।

 

আরও দেখুন

ঢাকাস্থ রাজশাহী বিভাগ সমিতির,‘সদস্য’ আহবান

ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ ‘রাজশাহী বিভাগ সমিতি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *