তিতাস গ্যাসের চলমান অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ, বয়েকা বিল আদায়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রকল্প সমূহের অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয় মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর সভাপতিত্বে।
সভায় তিতাস গ্যাসের সকল জিএম, ডিজিএমসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, কোন প্রকারেই অবৈধ গ্যাস লাইন ও সংযোগ রাখা যাবেনা। সে যেই হোক উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেন তিনি। বকেয়া বিল আদায়ে আরো কার্যকর ভূমিকা পালন করতে তিতাস গ্যাসের কর্মকর্তাদের আহবান জানান তিনি।
আজকের সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, তিতাস গ্যাস এর ব্যবস্থাপনা পরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
আরও দেখুন
কাজী হাবিবুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী আজ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের সাবেক ম্যারেজ রেজিস্ট্রার, উপজেলার রামেশ্বরগাঁতী গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাজী হাবিবুর …