ঢাকা, ১১ মার্চ ২০২৩ (শনিবার) :
অদ্য ১১ মার্চ ২০২৩ তারিখ রোজ শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শারীরিক শিক্ষা কেন্দ্র খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জনাব নসরুল হামিদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সচিব, জালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং জনাব জনেন্দ্র নাথ সরকার, চেয়ারম্যান, পেট্রোবাংলা। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার্স ওয়েলফেয়ার এসাসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাসের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ -এ প্রশাসন ডিভিশন চ্যাম্পিয়ন এবং
পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশন রানারআপ ট্রফি অর্জন করে।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতা শেষে ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সচিব, জালানি ও খনিজ সম্পদ বিভাগ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।