তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড- এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

ঢাকা, ১১ মার্চ ২০২৩ (শনিবার) :
অদ্য ১১ মার্চ ২০২৩ তারিখ রোজ শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শারীরিক শিক্ষা কেন্দ্র খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জনাব নসরুল হামিদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সচিব, জালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং জনাব জনেন্দ্র নাথ সরকার, চেয়ারম্যান, পেট্রোবাংলা। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার্স ওয়েলফেয়ার এসাসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাসের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ -এ প্রশাসন ডিভিশন চ্যাম্পিয়ন এবং
পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশন রানারআপ ট্রফি অর্জন করে।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা শেষে ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সচিব, জালানি ও খনিজ সম্পদ বিভাগ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও দেখুন

কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

“মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারোমাস” এই স্লোগানে দেশের প্রতিটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *