ত্রাণের ট্রাকগুলো গাজাকে বাঁচাবে : জাতিসংঘ
গতকাল ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য নিজে রাফা সীমান্ত পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি অপেক্ষমাণ ত্রাণের ট্রাকগুলোকে গাজাবাসীর জন্য ‘জীবন রক্ষাকারী’ হিসেবে উল্লেখ করেন।
গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েল গাজার পানি, জ্বালানি ও বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়। তখন থেকে বেশ কিছু বিমান ও ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে এলেও সেগুলো এ পর্যন্ত গাজায় পৌঁছায়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস গতকাল জেনেভায় সাংবাদিকদের বলেন, ত্রাণ সহায়তার প্রথম চালান আগামীকাল (শনিবার) বা দু-এক দিনের মধ্যে পাঠানো হবে।
গাজায় নিহত ৪০০০ ছাড়াল
গত বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজার একটি গির্জায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ১৮ জন খ্রিস্টান ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের দাবি, হামাসের ঘাঁটিতে হামলার পর গির্জাটির একটি দেয়াল ধসে পড়েছে। এ নিয়ে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গতকাল দুপুর পর্যন্ত চার হাজার ১৩৭ জন নিহতের কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে ১৩ হাজারেরও বেশি।
ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি মার্কিন রণতরির
মার্কিন নৌবাহিনীর একটি রণতরি ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র জানান, ইয়েমেন থেকে শিয়া মুসলিম হুতি বিদ্রোহী গোষ্ঠী সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছিল। লোহিত সাগরের উত্তরাঞ্চলে অবস্থানরত মার্কিন রণতরি তিনটি ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে।
‘ক্রোধে অন্ধ’ না হওয়ার আহ্বান বাইডেনের
ইসরায়েল সফরের এক দিন পর ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এতে বলেন, হামাস ও রাশিয়া উভয়ই প্রতিবেশীর গণতন্ত্র ধ্বংস করতে চায়। তিনি ইসরায়েলি নেতাদের ৯/১১ এর পর যুক্তরাষ্ট্রের ভুল পদক্ষেপগুলো থেকে শিক্ষা নিতে বলেন। হামাসের হামলার জবাব দিলেও ‘ক্রোধে অন্ধ’ না হওয়ার আহ্বান জানান তিনি।
সংকট নিরসনে আগ্রহ প্রকাশ ঋষি সুনাকের
গাজায় খাদ্য, পানি ও ওষুধের প্রয়োজন মেটাতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-ছানির সঙ্গে সম্মত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তাঁরা এ বিষয়ে একমত হন যে হামাসের হামলার পর থেকে গাজার বেসামরিক মানুষের প্রাণহানি দুঃখজনক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানান, গাজায় ত্রাণ সহায়তার জন্য রাফা সীমান্ত খুলে দেওয়া যুক্তরাজ্যের কাছে ‘প্রাধান্য’ পাবে। সূত্র : এএফপি, বিবিসি, kalerkantho.com