ধান-নদী-খাল এই তিনে বরিশাল। গত কয়েকদিন ধরে কাজ করছি বরিশালের বিভিন্ন জায়গায়। দেখছি বরিশালের কৃষি, কথা বলছি কৃষকের সঙ্গে। বিশ্বায়নের প্রভাব এখানকার কৃষিতে কতটা, জলবায়ু পরিবর্তনের কারণে পটুয়াখালীর মাটিতে কি লবণাক্ততার পরিমাণ বাড়ছে, ঐতিহ্যবাহী বৈঠাকাটার ভাসমান কৃষিতেইবা কী প্রভাব পড়ছে? দেখছি কৃষি সমৃদ্ধিও, কৃষকের সার্বিক উত্তরণ। পথ চলতে চলতে কালীগঙ্গা নদীর পাশে স্তুপ করে রাখা সবুজ নারকেলে সকালের প্রথম আলো পড়তে দেখে মন ভরে গেলো৷ ইচ্ছে হলো এই রোদ একটু গায়ে জড়িয়ে নিই। এই রোদকেই বোধহয় বলে কাঁচামিঠে রোদ।
(shykh seraj এর Facebook থেকে সংগ্রহীত)১
আরও দেখুন
বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন
বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তা কার্যক্রমের শুভ …