শিরোনাম

নারিতা ফ্লাইটের শুভ উদ্বোধন উপলক্ষ্যে জাপানে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-নারিতা ফ্লাইটের শুভ উদ্বোধন উপলক্ষ্যে হোটেল ওয়েলকো নারিতায় স্টেকহোল্ডারদের সাথে বিমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাপানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব শাহাবুদ্দিন আহমদ, জাপানে নিযুক্ত নেপালের মান্যবর রাষ্ট্রদূত ড. দুর্গা বাহাদুর সুবেদি, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তাফা কামাল উদ্দীন, নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও জনাব আকিহিকো তামুরা, জাপানে বিমানের জিএসএ ওয়েস্টার্ন এসোসিয়েশন আইএনসি. এর প্রেসিডেন্ট জনাব তোমোইচি ওনিশি, জাপানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের বাণিজ্য বিষয়ক ফার্স্ট সেক্রেটারি জনাব সুরেশ লাকাভাথ এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক জনাব উনো আনরি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান এর নেতৃবৃন্দ, জাপানে অবস্থানরত সম্মানিত প্রবাসী বাঙালিগণ, জাপানের জিএসএ ও বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ, বিমানের প্রতিনিধিবৃন্দ, ট্রাভেল এজেন্সির প্রতিনিধিগণ, এমজিএইচ গ্রুপের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্যে জনাব শফিউল আজিম বলেন, বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, সাংস্কৃতিক বিনিময় হবে, পাশাপাশি পর্যটন শিল্পেরও প্রসার ঘটবে। এই রুটটি চালুর ক্ষেত্রে সার্বিক নির্দেশনা ও আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি কে ধন্যবাদ জানান। একই সাথে জাপান ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, জিএসএ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি জাপানে বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে এবং জাপানিজ ডেলিগেটসদেরকে বিমানে ভ্রমণের আমন্ত্রণ জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী বলেন, জাপান বাংলাদেশের সব থকে পরিক্ষীত বন্ধু। স্বাধীনতা যুদ্ধের পর প্রথম যে কয়টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো জাপান তাদের মধ্যে অন্যতম। জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় হয় যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জাপান সফর করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন পূর্বে জাপান সফর করেছেন। জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ঢাকা ও নারিতার মধ্যে বিমান যোগাযোগ চালু করায় সম্মানিত জাপান প্রবাসীগণ সবথেকে বেশি সুফল লাভ করবেন। তাদের ট্রানজিট ভোগান্তি দূর হবে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন মেগাপ্রকল্পে অসংখ্য জাপানি নাগরিক যুক্ত আছেন তারাও এর সুফল ভোগ করতে পারবেন। সর্বোপরি, বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে ফলে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং উভয় দেশের নাগরিকগণ এর সুফল পাবেন।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট দুই দেশের এভিয়েশন শিল্প ও যোগাযোগ ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। বাংলাদেশের সাথে জাপানের সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ায় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নিত্য নতুন সহযোগীতার খাত উন্মোচীত হবে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শাহাবুদ্দিন আহমদ বলেন, জাপানের সাথে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিগণ সহজে মাতৃভূমিতে যাতায়াত করতে পারবেন। যাত্রাকালীন ভোগান্তি কমে আসবে। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এটি কার্যকর ভূমিকা পালন করবে।
বিমান ঢাকা-নারিতা ফ্লাইট চালু করায় নেপালের মান্যবর রাষ্ট্রদূত ড. দুর্গা বাহাদুর সুবেদি বিমান কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। তিনি বলেন, এর ফলে নেপালের নাগরিকগণও উপকৃত হবেন। জাপানের অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে জাপানে স্বাগত জানান এবং নতুন এই রুটটির সফলতার বিষয়ে শুভ কামনা জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বিমান সাংস্কৃতিক দলের অংশগ্রহণে বাংলাদেশ ও জাপানের ঐতিহাসিক সম্পর্ক ও সাংস্কৃতিক ঐতিহ্য নির্ভর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ০২ সেপ্টেম্বর বিমানের ঢাকা-নারিতা রুটের প্রথম ফ্লাইট বিজি৩৭৬ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওয়াটা ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এদিন নারিতা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি৩৭৭ ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে মাননীয় প্রতিমন্ত্রী ও বিমান ম্যানেজমেন্ট নারিতা বিমানবন্দরে যাত্রীদেরকে শুভেচ্ছা জানান। গতকাল ০৩ সেপ্টেম্বর বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান এর আমন্ত্রণে মাননীয় প্রতিমন্ত্রী ও বিমানের প্রতিনিধিবৃন্দ সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আরও দেখুন

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান।

অবৈধ গ্যাস সংযোগের মূল উৎপাটনের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কালিগঞ্জ, আগানগর, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, চাঁদনী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *