দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অধস্তন আদালতের বিচারকরা যাতে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন সে বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার সুপ্রিম কোর্টে বিচার বিভাগের প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এ সহযোগিতা চান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নে নিজেই একথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
এদিন বেলা পৌনে ৩টার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসেন সিইসি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান। এ ছাড়া ছিলেন সচিব মো. জাহাংগীর আলম ও যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার।প্রধান বিচারপতির খাস কামড়ায় এক ঘণ্টার মতো ছিলেন তারা। বেলা পৌনে ৪টায় তারা বের হয়ে যান।
যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘উনি (প্রধান বিচারপতি) আমাদেরকে যথেষ্ঠ সময় দিয়েছেন এবং সৌজন্য বিনিময় করেছেন। আমাদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা শুধু সৌজন্য বিনিময়ের পাশাপাশি একটা বিষয়ে উনার সাথে আলোচনা করেছি। সেটি হলো, আসন্ন জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে বিচারকরা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন।
এটা এবার বন্ধের (অধস্তন আদালতের অবকাশ ছুটির মধ্যে) সময় হবে। এই অবকাশ ছুটির কারণে যেন ওই (ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে) দায়িত্বটা বন্ধ না থাকে। যদি বন্ধ থাকে তাহলে আমাদের কাজটা পিছিয়ে যাবে। এটা জানিয়ে রেখেছি। যাতে উনারা (বিচারকরা) দায়িত্ব পালন করেন ডিসেম্বর মাসে।
আর জানুয়ারি মাসে আগের মতোই দায়িত্ব পালন করবেন। এতটুকু আলোচনা হয়েছে। উনি বলেছেন এটা বিবেচনায় রাখবেন।’
নির্বাচনের সময় আচরণবিধি প্রতিপালন, নির্বাচন সংক্রান্ত অভিযোগ আমলে নিয়ে বিচারের দায়িত্ব দিয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করে ইসি। সে কমিটিতে অধস্তন আদালতের বিচারকদের সদস্য হিসেবে রাখা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২০১৮ সালের ২৫ নভেম্বর ১২২টি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করে তৎকালীন ইসি। এসব কমিটিতে ২৪৪ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সহকারী জজ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। source: kalerkantho.com