পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ব্যা্ংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল)। গত সোমবার (১৩ মে ২০২৪) ‘প্রত্যাশা’ নামে চালু হওয়া প্রডাক্টটির উদ্বোধন করেন জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও এবং জেসিআইএল চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার।
জেসিআইএলের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় জনতা ব্যাংকের ডিএমডি এবং জেসিআইএল ডিরেক্টর মোঃ গোলাম মরতুজা, মোঃ ফয়েজ আলম, মোঃ নুরুল ইসলাম মজুমদার ও মোঃ নুরুল আলম, এফসিএমএ এফসিএ (সিএফও) এবং জেসিআইএল এর চীফ এক্সিকিউটিভ শহীদুল হক এফসিএমএ উপস্থিত ছিলেন।
জনতা ব্যাংক সূত্র জানায়, এ প্রোডাক্টের মাধ্যমে জেসিআইএল নিজেই গ্রাহকের হয়ে শেয়ার কেনাবচো করবে। কোম্পানি ও বাজার বিশ্লেষণের আলোকে উপযোগী শেয়ার নির্বাচন করবে জনতা ক্যাপিটাল, যাতে বিনিয়োগে ঝুঁকি কমে আসে, বাড়ে মুনাফার সম্ভাবনা। এছাড়া এই প্রোডাক্টের আওতায় গ্রাহক শেয়ার কেনার জন্য ঋণ–সুবিধা (মার্জিন লোন) নিতে পারবেন। এই ঋণের সুদের হারও হবে তুলনামূলক নমনীয়।