শিরোনাম

পূবালী ব্যাংক লিমিটেডের নন্দীপাড়া উপশাখার শুভ উদ্বোধন

সম্মানিত গ্রাহকবৃন্দকে অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক লিমিটেড ঢাকার খিলগাঁওয়ে নন্দীপাড়া উপশাখার কার্যক্রম শুরু করেছে। প্রধান অতিথি হিসেবে উপশাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক সুলতানা সরিফুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে ঢাকার নন্দীপাড়ায় উপশাখাটি উদ্বোধন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নন্দীপাড়া উপশাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই উপশাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী চৌধুরী বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উন্নততর গ্রাহক সেবা প্রদানে পূবালী ব্যাংক লিমিটেড অগ্রাধিকার দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক ঢাকার নন্দীপাড়ায় উপশাখাটি উদ্বোধন করেছে।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ব্যবসায়ীগণ এবং পূবালী ব্যাংকের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পরিচালন মুনাফায় আইপিডিসি ফাইন্যান্স পিএলসির দাপুটে ৩৫.৮% প্রবৃদ্ধি অর্জন

২০২৪ সমাপ্ত অর্থবছরে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি অভিনব আর্থিক সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি বছরে ১,৭৬৫ মিলিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *