‘পূবালী ব্যাংক লিমিটেড ও সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত’
পূবালী ব্যাংক লিমিটেড এবং সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এর মধ্যে একটি সমঝোতা স্মারক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলীর উপস্থিতিতে সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের হেড অব কার্ডস্ ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায় এবং সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এর হেড অব সেলস্ এন্ড মার্কেটিং মোঃ আশিকুর রহমান। অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের আইসিটি অপারেশন ডিভিশন এর মহাব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন, সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন এর মহাব্যবস্থাপকদ্বয় ইন্দ্র মোহন সূত্রধর ও আজুবা খন্দকার সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।