সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভ্রাম্যমাণ বইমেলা কর্মসূচীর জন্য পূবালী ব্যাংক লিমিটেড বিশ্বসাহিত্য কেন্দ্রকে ১০(দশ) লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করেছে। পূবালী ব্যাংক লিমিটেডের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এর নিকট আনুষ্ঠানিকভাবে অনুদানের চেকটি হস্তান্তর করেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
এসময় পূবালী ব্যাংকের সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ এবং প্রিন্সিপাল শাখার উপ-মহাব্যবস্থাপক কাজী শাশ্বতী ইসলাম উপস্থিত ছিলেন।