স্ক্র্যাচ কার্ড ঘষলেই নিশ্চিত উপহার’ শিরোনামে সম্মানিত প্রবাসীদের কষ্টার্জিত আয় তাদের প্রিয়জনের নিকট প্রেরণ করলে স্ক্র্যাচ কাডের্র মাধ্যমে উপহার বিতরণের জন্য পূবালী ব্যাংক লিমিটেড রেমিট্যান্স প্রমোশনাল ক্যাম্পেইনের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ অঞ্চলের কমলপুর শাখার সম্মানিত রেমিট্যান্স গ্রাহক মোঃ ইয়াছিন একটি ৩২ ইঞ্চি এইচডি টিভি পুরস্কার লাভ করেন। সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী গ্রাহক মোঃ ইয়াছিনের নিকট টিভি হস্তান্তর করেন।
এসময় পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, আন্তর্জাতিক বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক নিশাত মাইসুরা রহমান, ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, আন্তর্জাতিক বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আল মামুন উপস্থিত ছিলেন।