শিরোনাম

প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন জনাব এস এম ওয়ালি উল মোর্শেদ।

প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্বে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ হিসেবে কর্মরত ছিলেন। জনাব এস এম ওয়ালি উল মোর্শেদ ১৯৯৯ সালে সিনিয়র অফিসার হিসাবে প্রাইম ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ ২৪ বছরের ব্যাংকিং জীবনে তিনি প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশেষতঃ ব্রাঞ্চ ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, কোয়ালিটি অ্যাসেট এন্ড লায়াবিলিটি ম্যানেজমেন্ট এন্ড রিস্ক মিটিগেশন বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
জনাব মোর্শেদ বিআইবিএম থেকে এমবিএম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে এম.কম ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী এবং সম্মেলনে অংশগ্রহন করেছেন।

 

আরও দেখুন

বাংলাদেশ এয়ারলাইন্সের উজ্জ্বল সাফল্য: ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’–এ ৫টি পদক অর্জন

শেয়ারট্রিপ ও মনিটরের যৌথ উদ্যোগে এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪ শীর্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *