শিরোনাম

প্রি- সাইবার ড্রিল কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড শিল্প মন্ত্রণালয় এর আওতাধীন বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক এক্রেডিটেড সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং ল্যাবরেটরী হিসেবে স্বীকৃত প্রথম ও একমাত্র সফটওয়্যার টেস্টিং ল্যাবরেটরী। সাইবার সিকিউরিটির ঝুকিঁ বিবেচনা করলে বাংলাদেশের সকল করপোরেট কোম্পানী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা,  সরকারী দপ্তর-সংস্থা এবং আইটি সেবা প্রদানকারীসহ সকল প্রতিষ্ঠানকে সাইবার আক্রমনের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করাসহ নিয়মিত সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং করা জরুরী।

উপরোক্ত বিষয়কে বিবেচনা করে অদ্য ১৫ জানুয়ারী, ২০২৫, রোজ বুধবার, সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং ল্যাবরেটরী, এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড এর উদ্যোগে অনুষ্ঠিত সিটিএফ অনলাইন সাইবার ড্রিল-২০২৫ বাস্তবায়নে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহের উপস্থিতিতে কৃষিবিদ ইনস্টিটিউশন ,থ্রি-ডি সেমিনার হলে প্রি-সাইবার ড্রিল সন্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত করপোরেট কোম্পানী, প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা এবং আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে দিন ব্যাপী ‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫‘ শিরোনামে একটি সাইবার ড্রিল অনুষ্ঠিত হবে। এই সাইবার ড্রিলের প্রধান লক্ষ্য সাইবার আক্রমনের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করা।
‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫‘ এর কারিগরী পার্টনার হিসেবে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) ও সিটিএফ প্লাটফর্ম-বিজিডি ই-গভ সার্ট, আইসিটি মন্ত্রনালয় কারিগরী সহযেগিতা প্রদান করছে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর সদস্য ও আওতাভূক্ত সর্বমোট ১৫০ (এক শত পঞ্চাশ) জন প্রশিক্ষিত সাইবার সিকিউরিটি প্রকৌশলী বিভিন্ন ধাপে সাইবার ড্রিল-২০২৫ এ অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোকে কারিগরী সহযোগীতা প্রদান করবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে উক্ত ‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫‘ এ অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর সাইবার আক্রমন প্রতিরোধ সংক্রান্ত দক্ষতা ও সক্ষমতা উপর ভিত্তি করে কারিগরী মূল্যায়ন পুর্বক আগামী ৯ মার্চ ২০২৫ ইং তারিখে একটি আরম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে পুরুস্কার ও সন্মাননা প্রদান করা হবে। এছাড়াও ‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫‘ এ অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সাইবার সুরক্ষা নিরুপন কল্পে সম্পূর্ন বিনামুল্যে সাইবার ড্রিলের অংশ হিসেবে মাসব্যাপী সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং সেবা প্রদান করা হবে।

‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫‘ অনুষ্ঠানের ধাপ সমূহ:
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং, রোজ বৃহস্পতি বার দিনব্যাপি সিটিএফ অনলাইন সাইবার ড্রিল।
৯ মার্চ ২০২৫ ইং তারিখে পুরুস্কার ও সন্মাননা প্রদান অনুষ্ঠান ।
১০ মার্চ থেকে মাসব্যাপী অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো মধ্যে সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং সেবা প্রদান।

উক্ত সম্মেলনে এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস), বেসিস, বাক্কো ও আইসিটি মন্ত্রনালয়ের প্রতিষ্ঠান সমূহের নিন্মলিখিত কর্মকর্তা বৃন্দবক্তব্য রাখেন:

# অতিথিবৃন্দের নাম:

১. জনাব, শীষ হায়দার চৌধুরী, এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রধান অতিথি সকাল
২.জনাব, মোঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহাপরিচালক, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)

৩.জনাব, ডঃ মুহম্মদ মেহেদী হাসান, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও প্রশাসক, বেসিস

৪. জনাব, রাফেল কবির, চেয়ারম্যান, অ্যাসোসিয়েট কমিটি, বেসিস
৫. জনাব, সৈয়দ মামনুন কাদের, কো-চেয়ারম্যান, অ্যাসোসিয়েট কমিটি, বেসিস
৬. জনাব, মোঃ মিজানুর রহমান, কো-চেয়ারম্যান, অ্যাসোসিয়েট কমিটি, বেসিস
৭. জনাবা, ফৌজিয়া নিগার সুলতানা, সদস্য (অর্থ), অ্যাসোসিয়েট কমিটি, বেসিস
৮. জনাব, ফয়সাল আলিম, সাধারন সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)
৯. জনাব, জয়নাল আবেদিন, সহ-সভাপতি (একাডেমিক), বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)
১০. জনাব, আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি, মহাপরিচালক, জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা

১১. ইঞ্জি. ফখর উদ্দিন আল হেলাল, পরিচালক (ডেটা সেন্টার), বিজিডি ই-গভ সার্ট, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)
১২. জনাব, ফাহাদ জামান চৌধুরী, যুগ্ম পরিচালক (আইসিটি), বাংলাদেশ ব্যাংক
১৩. জনাব, জিএম ফারুক আহমেদ, সদস্য, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)
১৪. জনাব, আলিন ববি, সাধারন সম্পাদক, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)

আরও দেখুন

পরিচালন মুনাফায় আইপিডিসি ফাইন্যান্স পিএলসির দাপুটে ৩৫.৮% প্রবৃদ্ধি অর্জন

২০২৪ সমাপ্ত অর্থবছরে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি অভিনব আর্থিক সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি বছরে ১,৭৬৫ মিলিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *