আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্টের ১৯তম আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৮-১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হবে জনপ্রিয় এই ‘বিমান- ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪’। শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা ‘বাংলাদেশ মনিটর’ মেলাটির আয়োজন করছে।
১৫ জানুয়ারি ২০২৪ তারিখ বিমান এর প্রধান কার্যালয় বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জনাব শফিউল আজিম এর উপস্থিতিতে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটর এর সম্পাদক জনাব কাজী ওয়াহিদুল আলম এবং বিমান এর বিপণন ও বিক্রয় পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক জনাব মোহাম্মদ সালাহউদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (যুগ্মসচিব) জনাব মোঃ ছিদ্দিকুর রহমান, মহাব্যবস্থাপক বিক্রয় জনাব মোহাম্মদ শামসুল করিম, বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ড. ফরহাদ কামাল সহ বিমান এর উর্ধতন কর্মকর্তাগণ।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে দেশি-বিদেশি প্রায় ৭০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১০০টি বুথ এবং প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। দর্শনার্থীদের জন্য বিমান এর পক্ষ থেকে মেলায় থাকবে আকর্ষণীয় অফার।