বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভিসির পুষ্পস্তবক অর্পণ ।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতির পিতার পরিবারের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন।
এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার পরিজনের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় মোনাজাত করেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
উল্লেখ্য যে, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গত ৩০ আগস্ট তিনি নব নিযুক্ত উপাচার্য হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যোগদান করেন। তিনি আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৩ বুধবার সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

আরও দেখুন

অ্যাডা লাভলেস স্মরণে প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে দিনব্যাপি প্রযুক্তি উৎসব

আধুনিক কম্পিউটার প্রোগ্রামিং এর পথিকৃৎ অ্যাডা লাভলেস (১৮১৫-১৮৫২) এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্সী ইউনিভার্সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *