বাংলাদেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস সম্প্রতি বুয়েট টেস্ট কর্তৃক স্বীকৃত বাংলাদেশের প্রথম এবং একমাত্র রেফ্রিজারেটর ব্র্যান্ড যমুনা,যার অভ্যন্তরীণ তাপমাত্রা মাইনাস ২৮°সেলসিয়াস থেকে ৪° সেলসিয়াস!
বিশ্বের যেকোন নামী ব্র্যান্ডের তুলনায় বেস্ট কুলিং পারফর্মেন্স রেফ্রিজারেটর বিবেচনায়-যমুনা এখন দেশ সেরা। বাংলাদশের অন্য রেফ্রিজারেটর কোম্পানি গুলোর সাথে বিবেচনা করলে যমুনা রেফ্রিজারেটর যোজন যোজন এগিয়ে রয়েছে। বেস্ট কুলিং পারফর্মেন্স-এর এই রেফ্রিজারেটর ক্রেতার হাতে তুলে দিতে পেরে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস পরিবার গর্বিত।