শিরোনাম

বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলকে বিমানবন্দরে শুভেচ্ছা জানালো বিমান ম্যানেজমেন্ট

বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দল এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ২০২৩ এ অংশগ্রহণের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি৩৪৭ যোগে ৬ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ০৮:৪৫টায় ঢাকা থেকে দুবাই এর উদ্দেশ্যে যাত্রা করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনূর্ধ-১৯ ক্রিকেট দলকে ফুল দিয়ে স্বাগত জানান বিমানের পরিচালক কার্গো জনাব মোঃ কামরুল হাসান খান, এনডিসি (যুগ্মসচিব); এসময় বিমানের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর ক্রিকেটারদের সাথে নিয়ে একটি কেক কাটা হয় এবং ক্রিকেটারদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। বিমানের পক্ষ থেকে জনাব মোঃ কামরুল হাসান খান বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট টিমের সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জুনিয়র পার্সার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার জনাব মোঃ সানোয়ার হোসেন কে এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপ ২০২৩ এর টিম ম্যানেজারের দায়িত্ব প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৬ থেকে ১৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

আরও দেখুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্থায়ী ক্যাম্পাসে সফলভাবে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন করেছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আন্তঃবিভাগীয় এ টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের প্রতিযোগী দলগুলো অংশগ্রহণ করেছে। ব্যতিক্রমী ক্রিকেটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *