২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৫ এ প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে ২য় সেরার পুরষ্কার পেল দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার – মাইওয়ান গ্রুপ। মেলার সমাপনী দিনে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক জনাব মো. মাহমুদুর রহমান খান।
প্রসঙ্গত, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জনাব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র প্রশাসক জনাব মো. হাফিজুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আবদুর রহিম। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ এর পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) সচিব জনাব বিবেক সরকার।
এই ব্যাপারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক জনাব মো. মাহমুদুর রহমান খান বলেন, মিনিস্টার গ্রুপ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে এবং এসব পণ্য সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ও বিক্রয়োত্তর সেবা প্রদান করছে। ক্রেতাদের জন্য সারাদেশে মিনিস্টার গ্রুপের “কোটিপতি হোন” অফার চলছে। এই অফারের মিনিস্টার ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচকার্ড। এই স্ক্র্যাচকার্ড ঘষে হতে পারেন কোটিপতি কিংবা লাখপতি। এছাড়াও রয়েছে একটির সাথে আরেকটি ফ্রি, গিফট বক্স, বিশাল ডিসকাউন্টসহ নিশ্চিত উপহার। ইতিমধ্যে আমরা ২ জন লাখপতি পেয়েছি। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে একজন লাখপতি বিজয়ী পেয়েছি এবং জামালপুর থেকে একজন লাখপতি বিজয়ী পেয়েছি। মিনিস্টার গ্রুপ ক্রেতাদের কথা চিন্তা করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাণিজ্য মেলাতেও তার ব্যতিক্রম ছিল না। ক্রেতাদের অভাবনীয় উপস্থিতিই তা প্রমাণ করে। এই উৎসাহে পরবর্তী দিনে মিনিস্টার আরও বেশি কাজ করে যাবে গ্রাহকদের সুবিধার জন্য।