শিরোনাম

বারিধারা পার্ক রোডে এবিসি সারেংবাড়ি প্রকল্প এখন সম্পূর্ণ প্রস্তুত

বারিধারা পার্ক রোডে এবিসি নিয়ে এসেছে অভিনব এক প্রকল্প- এবিসি সারেংবাড়ি। বিশিষ্ট স্থপতি মুস্তাফা খালিদ পলাশের সুরুচিপূর্ণ নজরকাড়া ডিজাইনে তৈরি হয়েছে এই প্রজেক্ট। প্রতি তলায় রয়েছে ৩৯০০ বর্গফুট বিশিষ্ট কেবল একটিই ইউনিট এবং সাথে রয়েছে ৩টি করে গাড়ি পার্কিংয়ের সুবিধা।

অভিজাত এলাকায় অফুরন্ত আলো-হাওয়া ও সবুজে ঘেরা ডিজাইন সারেংবাড়িকে গড়ে তুলেছে দৃষ্টিনন্দন নির্মাণশৈলী হিসেবে।

সারেংবাড়ি প্রকল্প এখন সম্পূর্ণ প্রস্তুত, গ্রাহকদের হস্তান্তর করা হবে ২০২৩ সালে। তাই প্রকল্পটি আজই ঘুরে আসুন এবং বেছে নিন আপনার পছন্দের ইউনিট।

আরও দেখুন

বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব-২০২৪” এর মেগা পুরস্কার বিতরণ

“বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব-২০২৪” মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক, ছয়ফুল্লাকান্দি বাজার শাখা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *