গত ২২ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে ট্রাস্ট ব্যাংক বিইউপি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী ইস্পাহানি টি লিমিটেড এর সৌজন্যে অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতা ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স (এফএএসএস) এর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের তত্ত্বাবধানে বিইউপি ডিবেট ক্লাব কর্তৃক ১৪ অক্টোবর ২০২২ হতে শুরু হয়।
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩০ বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ টি দল এর ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তন্মোধ্যে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট (বাংলা) পর্বে ২৮ টি দল এবং ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট (ইংরেজি) পর্বে ৩২টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতার বাংলা পর্বে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্বদ্যালয় চ্যাম্পিয়ন এবং জাহাঙ্গীনগর বিশ্বদ্যালয় (জেইউডিএস) রানার্স আপ মনোনীত হয়। ২২ অক্টোবর ২০২২ তারিখে ব্রিটিশ পার্লামেন্টারি (ইংরেজি) এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় যেখানে ইংরেজি পর্বে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার্স আপ মনোনীত হয়।
উক্ত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর, বিইউপি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও সমাপনী বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামছুল আরেফীন, এনডিসি, পিএসসিসহ বিইউপির ঊধ্বর্তন কর্মকর্তা, শিক্ষক, বিচারক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
বিএসএমআর মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের “বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪” উদ্যাপন
দেশের মেরিটাইম সংশ্লিষ্ট বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ৭ নভেম্বর ২০২৪ তারিখে যথাযোগ্য …