শিরোনাম

বিজয় দিবস উৎযাপন উপলক্ষে  ঢাকা রিজেন্সী-র বিজয় কিডস আর্ট কম্পেটিশন

বিজয় দিবস উৎযাপন উপলক্ষে ১৪ ডিসেম্বর ২০২৪- তে ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্ট  বাচ্চাদের জন্য একটি  চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে যার বিষয় ছিল “বিজয় দিবস” এবং এই  প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা যাতে তাদের শৈল্পিক দক্ষতা ও অভিব্যক্তি প্রকাশ এবং প্রতিভার বিকাশ সাধন করতে পারে  ! হোটেলটির জনপ্রিয় হল রুম ” সেলেব্রেশন হল ” –এ  এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ৫-১২ বছরের বয়সের মধ্যে প্রায় দু’শো  প্রতিযোগী  অংশ নিয়েছে এবং এটি দুটি গ্রুপে বিভক্ত করা হয়  (এ গ্রুপ এবং বি গ্রুপ)  ।

 

প্রতিযোগিতা শুরু হয় সকাল ১১:০০ থেকে,সময়সীমা ছিল এক ঘন্টা। পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ০১:৩০ -এ , যেখানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সি-র সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোঃ  মাহমুদ হাসান, হিউম্যান রিসোর্স ডিরেক্টর কমান্ডার মনিরুল ইসলাম (রিটায়ার্ড ), ইরা মাসুক,অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-পাবলিক রিলেশন , সেলস অ্যান্ড মার্কেটিং টিম এবং সম্মানিত  স্পন্সরবৃন্দ !

 

এছাড়াও এ বছর ঢাকা রিজেন্সি নতুন সংযজন করেছে ক্র্যাফটস এবং আর্ট পার্টনার হাতবাক্স- এর কলাবরেশনে বিজয় কিডস আর্টের সাথে সাথে তারই ধারাবাহিকতা রেখে আরেকটি প্রতিযোগিতা যেটি ঢাকা রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট “গ্রিল অন দা স্কাইলাইনে” অনুষ্ঠিত হয় ঠিক ১২ঃ৩০ মিনিটে যেখানে “মার্বেল স্টোন চিপ” পেইন্ট করে শিশুরা এবং সেখানে থেকেও ৩ জন উইনার সিলেক্ট করে পুরস্কার প্রদান করা হয়!

 

এই ইভেন্ট -এ স্ন্যাকস পার্টনার ছিলেন বম্বে সুইটস লিমিটেড, আইসক্রিম পার্টনার হিসেবে ছিলেন ইগলু আইস ক্রিম, ফেবার  কেস্টাল ছিলেন গিফট পার্টনার ও ক্র্যাফটস এবং আর্ট পার্টনার হিসেবে ছিলেন হাতবাক্স ।

আরও দেখুন

ব্র্যাক ব্যাংক ও বিএসআরএম গ্রুপের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ

ব্র্যাক ব্যাংকের সাথে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *