সম্প্রতি বিমানের ভিভিআইপি ফ্লাইট সম্পর্কে কয়েকটি পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত একটি সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে বিমানের বক্তব্য নিম্নরূপ:
বিমানের ভিভিআইপি ফ্লাইটে দায়িত্ব পালনের জন্য ভেটিংকৃত তালিকা থেকে ১৩ জন কেবিন ক্রু কে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত কেবিন ক্রুগণ ১৩/১১/২০২২খ্রি. তারিখ শিডিউল ফ্লাইট বিজি২০১-এ দায়িত্ব পালনের জন্য সকাল ০৮:৪০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। বিমান সিকিউরিটি থেকে ১৩ তারিখ দুপুর ১২:৪৭টায় ১৩জনের মধ্যে তিনজনকে ১৬ই নভেম্বর ভিভিআইপি ফ্লাইটে দায়িত্ব না দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। এর প্রেক্ষিতে উক্ত তিনজন কেবিন ক্রুর পরিবর্তে ভেটিং পাওয়া অপর তিনজনকে ভিভিআইপি ফ্লাইটে দায়িত্ব প্রদান করা হয়েছে। কেবল ভেটিংকৃত কেবিন ক্রুগণ আগামী ১৬/১১/২০২২ খ্রি. ভিভিআইপি ফ্লাইট বিজি২০২-এ দায়িত্ব পালন করবেন। ভেটিং না পাওয়া তিনজনকে আরেকটি শিডিউল ফ্লাইটে দায়িত্ব প্রদান করা হয়েছে। এক্ষেত্রে ভিভিআইপি ফ্লাইটে কেবিন ক্রু বাছাই এর ব্যাপারে কোন ব্যত্যয় ঘটেনি।