শিরোনাম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে উদযাপিত হলো ‘শেখ রাসেল দিবস-২০২২’। দিবসটি উপলক্ষ্যে বিমানের প্রধান কার্যালয় বলাকায় শিশুদেরকে নিয়ে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব জনাব সাজ্জাদুল হাসান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ যাহিদ হোসেন এবং বিমানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেখ রাসেল-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর অতিথিবৃন্দ ও শিশুদের অংশগ্রহণে বলাকার লবিতে কেক কাটা হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে একঘন্টাব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর বলাকা কনফারেন্স রুমে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শেখ রাসেল দিবসের থিম সং ‘রাসেল বেঁচে আছে অনন্ত অক্ষয়ে’ ও বিশেষ প্রামাণ্যচিত্র ‘শেখ রাসেল, এক অনন্ত বেদনার কাব্য’ প্রদর্শিত হয়। দিবসটি উপলক্ষ্যে বিমানের মসজিদ সমূহে বাদ জোহর দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। ১৮ই অক্টোবর শেখ রাসেল দিবসে ঢাকা থেকে বিমানের বহির্গামী সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের শিশু যাত্রীদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয়।

আরও দেখুন

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন রেড ক্রিসেন্ট’র নবনিযুক্ত চেয়ারম্যান

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *