শিরোনাম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে উদযাপিত হলো ‘শেখ রাসেল দিবস-২০২২’। দিবসটি উপলক্ষ্যে বিমানের প্রধান কার্যালয় বলাকায় শিশুদেরকে নিয়ে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব জনাব সাজ্জাদুল হাসান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ যাহিদ হোসেন এবং বিমানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেখ রাসেল-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর অতিথিবৃন্দ ও শিশুদের অংশগ্রহণে বলাকার লবিতে কেক কাটা হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে একঘন্টাব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর বলাকা কনফারেন্স রুমে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শেখ রাসেল দিবসের থিম সং ‘রাসেল বেঁচে আছে অনন্ত অক্ষয়ে’ ও বিশেষ প্রামাণ্যচিত্র ‘শেখ রাসেল, এক অনন্ত বেদনার কাব্য’ প্রদর্শিত হয়। দিবসটি উপলক্ষ্যে বিমানের মসজিদ সমূহে বাদ জোহর দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। ১৮ই অক্টোবর শেখ রাসেল দিবসে ঢাকা থেকে বিমানের বহির্গামী সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের শিশু যাত্রীদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয়।

আরও দেখুন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -৪ এর বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

গত ১৬/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি- ৪ এর  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *