বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি) আজ ৩০শে অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর হ্যাঙ্গার ও ইঞ্জিনিয়ারিং ইউনিট পরিদর্শন করেন। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ যাহিদ হোসেন তাঁকে স্বাগত জানান।
আনুষ্ঠানিক আলোচনায় বিমান বাহিনী প্রধান বিমানের উড়োজাহাজসমূহের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও কেবিন সার্ভিসের মানোন্নয়নে বিমান বাহিনীর সহযোগিতার প্রস্তাব দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উক্ত প্রস্তাবের বিষয়ে একমত পোষণ করে এবং এ বিষয়ে ভবিষ্যতে সহযোগিতা কার্যক্রমকে প্রসারিত ও কার্যকর করার বিষয়ে যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সম্মত হয়।
আরও দেখুন
শিল্প পণ্য উৎপাদনে সক্ষমতা তুলে ধরতে আবারো এটিএস এক্সপো আয়োজন করছে টেক জায়ান্ট ওয়ালটন
দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একক বৃহৎ শিল্পমেলা এটিএস এক্সপো-২০২৪। এই বৃহৎ শিল্পমেলা আয়োজন …