বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এবং সফররত প্রতিনিধিদল আজ সচিবালয়ে মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ – এর সঙ্গে বৈঠক করেন।
বিদ্যুৎ ও জ্বালানিখাতে আমাদের প্রধান অগ্রাধিকার যেমন ক্লিন এনার্জি, প্রতিবেশি দেশগুলোর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা কার্যকর করা, ইলেক্ট্রিক ভেহিক্যাল, প্রি পেইড মিটার, বিদ্যুৎ ও জ্বালানিখাতে প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন, মানবসম্পদ উন্নয়ন এবং জ্বালানি দক্ষতা বাড়াতে বিশ্বব্যাংক কীভাবে বাংলাদেশের পাশে থাকতে পারে সেসব নিয়ে আন্তরিক আলোচনা হয়।