শিরোনাম

বেপজা অর্থনৈতিক অঞ্চলে এক্সেসরিজ তৈরির কারাখানা স্থাপন করবে দেশীয় প্রতিষ্ঠান ইপিএল এক্সেসরিজ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি এক্সেসরিজ তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশি

প্রতিষ্ঠান ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজ লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। প্রতিষ্ঠানটি ৮০ লাখ মার্কিন
ডলার বিনিয়োগ করবে যার ফলে ৬১০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ
সৃষ্টি হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান,
বিএসপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব
মোঃ আশরাফুল কবীর এবং ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা
পরিচালক জনাব কাজী মনোয়ার হোসেন আজ (১ জানুয়ারি ২০২৫) এই চুক্তি স্বাক্ষর করেন।
প্রতিষ্ঠানটি ফোম, কার্টন, পলি, গাম টেপসহ বিভিন্ন ধরনের এক্সেসরিজ পণ্য তৈরি করবে।
এছাড়া তাদের ফোম ও ফ্রেব্রিক ল্যামিনেশন, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারির সক্ষমতাও
রয়েছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ
করায় ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজ লিমিটেডকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠুভাবে
ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোঃ ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ)
আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন,
নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম, বেপজা অর্থনৈতিক
অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম.
আনোয়ার পারভেজ এবং ইপিএল (এক্সপোর্ট লিংক) এক্সেসরিজ লিমিটেডের
প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে

এবার মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের বৈশ্বিক বাজার সম্প্রসারণ করলো বাংলাদেশের সেরা ব্র্যান্ড ওয়ালটন এসি। ইতোমধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *