ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চেয়ারের দূরত্ব ক্রমে কমছে। দশ ডাউনিং স্ট্রিটের কর্তা হবার দৌড়ে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আগেই লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার সরে দাঁড়ালেন পেনি মরড্যান্টও।
ফলে যে কোন মুহূর্তে ঋষিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা করা হতে পারেন। এর আগে ঋষি সুনাক যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রীসভার অর্থমন্ত্রী ছিলেন তিনি। বিরোধের জেরে তিনি পদত্যাগ করেন।
ঋষি সুনাক ২০১৫ সালে রিচমন্ডের (ইয়র্কস) এমপি নির্বাচিত হন। এরপর খুব অল্প সময়ের মধ্যে তিনি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাফল্য পান। আর, এখন যুক্তরাজ্যের সরকার প্রধান হবার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। যে কোন সময় আসতে পারে ঘোষণা।
সুনাক ১৯৮০ সালে সাউদাম্পটনে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম নেন। তারা পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। তারা বাবা ছিলেন ডাক্তার। আর মা একটি ফার্মেসি চালাতেন। ঋষি প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন।
(সূত্রঃ একাত্তর টিভি)