সাধারণত যে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে মায়েদের জন্য নরমাল ডেলিভারি অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসবের ব্যবস্থা থাকে সেখানে সিজারিয়ান সেকশনেরও ব্যবস্থা রাখা হয়। কারণ চিকিৎসকগন, মা এবং শিশুর স্বাস্থ্য অবস্থা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে স্বাভাবিক প্রসব প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে থাকলেও অনেক সময় শেষ পর্যন্ত মায়ের স্বাস্থ্য অবস্থার দরুন স্বাভাবিক প্রক্রিয়ায় সম্ভব হয় না তখন সিজারিয়ান সেকশনের মাধ্যমে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত মঙ্গলবার ২ মে, ২০২৩ তারিখ বেলা ১ টায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউএইচএফপিও ডাঃ শর্মি রায় এর তত্ত্বাবধানে বিনামূল্যে সিজার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বিনামূল্যে সিজারিয়ান সেকশন চালু হলো। অস্ত্রোপচার পর নবজাতক এবং নবজাতকের মা দুজনই সুস্থ রয়েছেন।