ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ, শরীয়তপুর। প্যাথলজি পরিক্ষা নীরিক্ষায় এগিয়ে গেল আরেক ধাপ।তাছাড়া শুরু হয়েছে কমপ্লেক্সের জরুরী বিভাগে সরকার নির্ধারিত ফি প্রদান পূর্বক ২৪ ঘন্টা ECG সার্ভিস । চালু আছে বহি:বিভাগের সকল রুগীর জন্য ইসিজি, আল্ট্রাসনোগ্রাম সহ ২৯ রকমের প্যাথলজি পরীক্ষা।
অন্ত:বিভাগে ভর্তি রোগীদের জন্য সরকার নির্ধারিক ফি তে ২৪/৭ প্যাথলজি সেবা চালু করা হয়েছে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।ভর্তিকৃত ডেলিভারি বা প্রসূতি মা’দের জন্য সরকার নির্ধারিত ফি তে ২৪/৭ সকল পরীক্ষা নীরিক্ষার ব্যবস্থা রয়েছে। রয়েছে সম্পূর্ণ বিনা মূল্যে শীতাতপ নিয়ন্ত্রীত আধুনিক ডেলিভারি রুমে নরমাল ডেলিভারি করার সুব্যবস্থা।প্রতিষ্ঠার দীর্ঘ ৪০ বছর পর চালু করা হয়েছে অপারেশন থিয়েটার।
সার্বিক তত্বাবধানে আছেন ফোকাল পার্সন (প্যাথলজি ও রেডিওলজি) Tazrin Farhana এবং আবাসিক মেডিকেল অফিসার Simum Alam Arman।