শিরোনাম

মিনিস্টারের ‘কোটিপতি হোন’ অফারে লাখপতি হলেন  জামালপুরের হাবিবুর রহমান

দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার-এর ‘কোটিপতি হোন’ অফারে মিনিস্টারের পণ্য কিনে  সম্প্রতি জামালপুর জেলার পূর্ব নাছিরপুর গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান এক লাখ টাকার গিফট বাউচার পেয়েছেন। মিনিস্টারের নিজস্ব শো-রুম থেকে মিনিস্টারের টিভি কিনার পর  তিনি  একটি স্ক্র্যাচ কার্ড পান আর সেই  কার্ড ঘষেই তিনি  পেয়ে যান এক লাখ টাকার গিফট বাউচার!

কোটিপতি হোন’ অফারের আওতায় নির্দিষ্ট পণ্য ক্রয় করলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। এতে লুকিয়ে আছে কোটি টাকার পুরস্কারসহ নানা চমক। অফারের অংশ হিসেবে মিনিস্টার নির্দিষ্ট পণ্যে রয়েছে আকর্ষণীয় মূল্যছাড় এবং নিশ্চিত উপহার।

হাবিবুর রহমান তার পুরস্কার পাওয়ার অনুভূতির কথা বলতে গিয়ে জানান, “আমার জীবনে এমন মুহূর্ত এর আগে কখনো আসেনি। মিনিস্টার পণ্য ক্রয়ের সময় ভাবতেও পারিনি এত বড় উপহার পেয়ে যাব। আমি এবং আমার পরিবার অত্যন্ত আনন্দিত।  আমি মিনিস্টার-এর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।”

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া বলেন, “আমরা সবসময়ই আমাদের সম্মানিত ক্রেতা সাধারণের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকি।  এবারও এর ব্যতিক্রম হয় নি। অফারের নাম শুনেই নিশ্চয় আন্দাজ করতে পারছেন। এই অফারে আমরা সব জায়গা থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এটা দারুণ ব্যাপার যে, আমাদের সকল ধরণের ক্রেতাই উক্ত অফারটিকে সাধরে গ্রহণ করেছেন। ”

এছাড়াও উক্ত অফারের আওতায় মিনিস্টার ব্র্যান্ডর টেলিভিশন ক্রয়ে ‘ডিসেম্বর মাসজুড়ে গ্রাহকরা পাচ্ছে অসিশ্বাস্য ডিসকাউন্ট। এই ডিসেম্বরে ২৫,৬৯৯ টাকার মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭,৯০০ টাকায়। সাথে ২,০০০ টাকার ক্যাশ ভাউচার, যা অফারকে আরও আকর্ষণীয় করেছে। শুধু কি তাই, নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটরে স্ক্র্যাচ কার্ড এবং ৮,০০০ টাকা পর্যন্ত মূল্যছাড়। ১৯, ২০, ও ২৪ ইঞ্চির নন-স্মার্ট টিভিতে ৫৩% পর্যন্ত মূল্যছাড় তো থাকছেই। স্মার্ট টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন, এবং ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্যে রয়েছে নগদ ছাড়, স্ক্র্যাচ কার্ড, এবং ফ্রি ইনস্টলেশন। হোম অ্যাপ্লায়েন্সে নিশ্চিত ডিসকাউন্ট, গিফট বক্স, এবং ১০০% পর্যন্ত মূল্যছাড়।

মিনিস্টারের এই অফার সীমিত সময়ের জন্য। তাই দেরি না করে আজই কিনুন আপনার পছন্দের মিনিস্টার পণ্য এবং হয়ে যান কোটিপতি!

আরও দেখুন

দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে

এবার মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের বৈশ্বিক বাজার সম্প্রসারণ করলো বাংলাদেশের সেরা ব্র্যান্ড ওয়ালটন এসি। ইতোমধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *