মিরপুরে আধুনিক মানের সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে

মিরপুরে আধুনিক মানের সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে বলে ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। সাংস্কৃতিক চর্চা আমাদের জীবনের অংশ। মিরপুরের সাংস্কৃতিক সংগঠনগুলোকে অনুরোধ করছি আমাকে জায়গার সন্ধান দিন। কোথাও অবৈধ দখল হওয়া জমি থাকলে আমাদের জানান। মিরপুরে আধুনিক মানের সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে দিব।’

মঙ্গলবার (৩১ জানুয়ারি ২০২৩) সন্ধ্যায় মিরপুরে পল্লবী সিটি ক্লাব মাঠে মিরপুর মুক্তির উৎসব-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

আরও দেখুন

চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় দক্ষিণাঞ্চলে ইয়ামাহার বিশেষ সার্ভিস ক্যাম্প ।

সম্প্রতি চলমান বন্যা পরিস্থিতিতে দেশের দক্ষিনাঞ্চলের যোগাযোগ ব্যাবস্থা ভেঙে পরে। যাতে করে বিপাকে পরে স্থানীও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *