ভারতে অনুষ্ঠিত মুম্বাই ফুল ম্যারাথন সম্পূর্ণ করেছেন মোঃ আল আমিন মিয়া। ফুল ম্যারাথন সম্পন্ন করতে তিনি সময় নিয়েছেন ৪ ঘন্টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ড।
আল আমিন মিয়া যমুনা টেলিভিশনের মার্কেটিং ডিপার্টমেন্টে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। এরআগে তিনি বিভিন্ন ম্যারাথনে কৃতিত্বের সঙ্গে দৌড়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য পৃথিবীর অন্যতম কঠিন ভারতের লাদাখ ম্যারাথন। ২০২২ সালে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল ডোরাস রান সাফারীর হাফ ম্যারাথন কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন তিনি। আল আমিন মিয়া দেশের মধ্যে বেশ কয়েকটি হাফ ম্যারাথন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। যারমধ্যে উল্লেখযোগ্য মিরপুর হাফ ম্যারাথন ও খুলনা হাফ ম্যারাথন। এবার ঐতিহ্যবাহী মুম্বাই ম্যারাথনেও চমক দেখালেন ব্রাষ্মণবাড়িয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া কৃতি এই অ্যাথলেট।