শিরোনাম

মেলা উপলক্ষ্যে বিমান এর সকল আন্তর্জাতিক রুটের টিকেটে ১৫% বিশেষ মূল্য ছাড়

দেশের এভিয়েশন ও পর্যটন বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দ্য বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত ‘বিমান ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪’ উপলক্ষ্যে সকল আন্তর্জাতিক রুটের টিকেটে ১৫% বিশেষ মূল্য ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ০৮-১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্যান প্যাসিফিক সোরাগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে তিন দিন ব্যাপী মেলাটি আয়োজিত হবে। বিমান টাইটেল স্পন্সর হিসেবে মেলায় অংশগ্রহণ করবে।

মেলায় বিমান স্টল থেকে টিকেট ক্রয় করলে বিমান এর সকল আন্তর্জাতিক রুটে ১৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে, এছাড়াও থাকবে র‌্যাফেল ড্রয়ে ফ্রি কাপল টিকেট জেতার সুযোগ। মেলা উপলক্ষ্যে বিমান এর সোশ্যাল মিডিয়া ও ব্র্যান্ডিং বাংলাদেশ ক্যাম্পেইন চলবে। উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেও বিভিন্ন রুটে ফ্রি কাপল টিকেট জয়ের সুযোগ থাকবে।

মেলার পাশাপাশি ০৮-১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে বিমান এর যে কোন সেলস্ কাউন্টার, বিমান কলসেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭, বিমান ওয়েবসাইটw ww.biman-airlines.com ও মোবাইল অ্যাপস্ থেকে টিকেট ক্রয় করলেও ১৫% ডিসকাউন্ট পাওয়া যাবে। বিমান এর ফ্লাইট শিডিউল অনুযায়ী যে কোন তারিখের টিকেট উক্ত ডিসকাউন্টে ক্রয় করা যাবে। ক্যাশের পাশাপাশি বিকাশ, নগদ, রকেট, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করা যাবে। অনলাইন টিকেটিংয়ের ক্ষেত্রে প্রমোকোড BIMANDTM ব্যবহার করতে হবে।

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান বুথ এবং প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে এবং আকর্ষণীয় ট্যুর প্যাকেজ থাকবে।

 

 

আরও দেখুন

দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে

এবার মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের বৈশ্বিক বাজার সম্প্রসারণ করলো বাংলাদেশের সেরা ব্র্যান্ড ওয়ালটন এসি। ইতোমধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *