শিরোনাম

মেসি-নেইমারদের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামছেন রোনালদো!

কিছুদিন আগে বিশাল বেতনে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে এখনো মাঠে নামা হয়নি এই পর্তুগিজ তারকার। এবার মাঠে নামার অপেক্ষা। রোনালদোর অভিষেক বেশ জমজমাটই হবে বলে মনে হচ্ছে। কারণ, সৌদি লিগের খেলোয়াড় হিসেবে যেদিন রোনালদো প্রথমবার মাঠে নামবেন, সেদিন মাঠে থাকবেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোসরা।

কাতার ও সৌদি আরব ভ্রমণে আসছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ১৯ জানুয়ারি আল হিলাল ও আল নাস্‌র সম্মিলিত দল খেলবে পিএসজির বিপক্ষে। ওই ম্যাচে রোনালদো খেলবেন বলে সোমবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে জানিয়েছেন আল নাসর কোচ রুডি গার্সিয়া।

আল নাসর কোচ বলেন, ‘এটি (সৌদির ফুটবলে রোনালদোর অভিষেক) আল নাস্‌রের জার্সিতে হবে না। এটি হবে আল হিলাল ও আল নাস্‌রের সম্মিলিত দলের হয়ে। আল নাসেরের কোচ হিসেবে আমি এই ম্যাচ নিয়ে খুশি নই। ফুটবলের উন্নয়নের জন্য পিএসজির এখানে আসাটা অবশ্যই ভালো দিক। কিন্তু তিন দিন পরই চ্যাম্পিয়নশিপে আমাদের ম্যাচ আছে। সিডিউলটা আরেকটু ভালো করা যেত।সূত্রঃ কালেরকণ্ঠ

আরও দেখুন

ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’ এর আনুষ্ঠানিক সূচনা

ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় টানা চতুর্থবারের মত আয়োজিত ‘ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *