শিরোনাম

যমুনা ব্যাংকের চেয়ারম্যান এর মেয়াদ বাড়লো আরো এক বছর”

সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি’র এক বোর্ড সভায় সর্ব সম্মতিক্রমে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম এর মেয়াদ আরো এক বছর বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

জনাব সাইদুল ২৮ এপ্রিল ২০২৩ এ যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি নতুন প্রজন্মের একজন প্রগতিশীল ও দক্ষ ব্যবসায়ী। তিনি ২০১০ সাল থেকে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী ফেবিয়ান গ্রুপের বিভিন্ন কোম্পানির পরিচালক। এছাড়া তিনি ফ্রক্স মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান।

সাইদুল ইসলাম ১৯৮১ সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র।

সাইদুল ইসলাম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং ঢাকা কমার্স কলেজে অধ্যয়ন করেন। তারপর যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অসংখ্য ট্রেনিং প্রোগ্রাম ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

আরও দেখুন

বাংলাদেশ এয়ারলাইন্সের উজ্জ্বল সাফল্য: ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’–এ ৫টি পদক অর্জন

শেয়ারট্রিপ ও মনিটরের যৌথ উদ্যোগে এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪ শীর্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *