Asian Trade Promotion Forum (ATPF) এর ৩৫তম CEO সভা ১৮-২০ অক্টোবর, ২০২২ সময়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো স্বাগতিক সংস্থা হিসেবে এ সভার আয়োজন করেছে। Asian Trade Promotion Forum (ATPF) ২৩ সদস্য বিশিষ্ট দেশের একটি ফোরাম এবং এ ফোরামের সদস্য দেশসমূহ হলো: অষ্ট্রেলিয়া, গণপ্রজাতন্ত্রী চীন, বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওপিডিআর, সিংঙ্গাপুর, নেপাল, কম্বোডিয়া, হংকং, ম্যাকাউ চায়না, ভারত, জাপান, রিপাবলিক অব কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ব্র্রুনাই দারুসসালাম, মায়ানমার, শ্রীলংকা, পাকিস্তান, চাইনিজ তাইপে ও ভিয়েতনাম। ATPF এর সচিবালয়ের দায়িত্ব Japan External Trade Organization (JETRO) পালন করে।
বাংলাদেশের পক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো ATPF এর সদস্য। ফোরামটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ১৯৯০ সালে ATPF এ যোগদান করে। প্রতি বছর আবর্তক ভিত্তিতে সদস্য দেশগুলির মধ্যে CEO Meeting অনুষ্ঠিত হয়। এই ফোরামের সর্বশেষ অর্থাৎ ৩৪তম CEO সভা ২৬-২৭ অক্টোবর, ২০২১ তারিখে কোভিড পরিস্থিতির কারনে Zoom platfrom- এ অনুষ্ঠিত হয়েছিল। ATPF CEO Meeting এ সদস্য দেশসমূহের রপ্তানি বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহীগণ একত্রিত হয়ে থাকেন। এ সভায় বিষয় ভিত্তিক আলোচনা ছাড়াও ATPF সদস্যদের মধ্যে তথ্য বিনিময়, যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং নেটওয়ার্ক শক্তিশালী করণের মাধ্যমে এই অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণ বিষয়, আঞ্চলিক বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা ইত্যাদি গুরুত্ব পায়। এছাড়া এ সভায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ATPF সদস্য দেশসমূহের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে সরাসরি আলোচনার সুযোগ সৃষ্টি হয়। এবারের ৩৫ তম CEO সভায় ফোরামের ২৩ সদস্য দেশের মধ্যে বাংলাদেশসহ ১২ টি দেশের ২৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
সভার মূল পর্ব Plenary Meeting গত ১৯ অক্টোবর, ২০২২ তারিখে দিন-ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুন্সি, এম,পি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আন্তর্জাতিক এ সভার শুভ উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ এবং এফবিসিসিআই-এর সভাপতি জনাব জসিমউদ্দিন। Host TPO প্রধান ATPF সভায় Chair এবং JETRO এর চেয়ারম্যান Co-Chair এর ভূমিকা পালন করে থাকে। তাই এ সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও CEO জনাব এ.এইচ.এম আহসান এবং কো-চেয়ার এর দায়িত্ব পালন করবেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান এর চেয়ারম্যান এন্ড সিইও Mr. Nobuhiko Sasaki । উদ্বোধনী অনুষ্ঠানে Asian Trade Promotion Forum (ATPF) এর ৩৫তম CEO সভা আয়োজনের মাধ্যমে অর্থনৈতির উন্নয়ন, প্রযুক্তি সহায়তা ও মানব সম্পদ উন্নয়নে ATPF-এর সদস্যভূক্ত দেশসমূহের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি ও প্রসারের বিষয় আলোচনা ও অগ্রগতি অর্জিত হবে মর্মে আশা করা যায়।
এ বছর ATPF-CEO সভার থিম “Challenges and Way forward of the TPO’s in the New Trade Age” –নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ হতে মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। এ থিম ভিত্তিক উপস্থাপনায় ATPF সদস্যভূক্ত দেশসমূহের সাথে বিশেষ করে বাণিজ্য উন্নয়ন, সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের করণীয় বিষয়ের উপর প্রধান্য দেয়া হবে। সভায় “Transformed Human Resources Development” বিষয়ে জেট্রো, জাপান কর্তৃক দ্বিতীয় থিমভিত্তিক আলোচনা উপস্থাপনা করা হবে। এ উপস্থাপনায় কোভিড-১৯ এর কারণে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া ৩৫তম সভার Top Leaders Meeting-এর আলোচনায় Enhancement of cooperation among the TPO’s in capacity building-এর উপর মুক্ত আলোচনায় সদস্য দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।
Asian Trade Promotion Forum (ATPF) এর ৩৫তম CEO সভা অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি সহায়তা ও মানব সম্পদ উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি ও প্রসার ঘটাতে কার্যকর ভূমিকা রাখবে মর্মে রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ আশা করে
ATPF এর ৩৫তম CEO সভার কার্যক্রম ২০ অক্টোবর, ২০২২ তারিখে Industrial visit-এর মাধ্যমে শেষ হবে। Industrial visit-এর জন্য প্রতিনিধি দলকে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাময় ইলেকট্রনিক্স পণ্য তৈরিকারক প্রতিষ্ঠান Walton Hi-Tech Industries PLC পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।