গত ১১ মে, ২০২৩ তারিখ, বৃহস্পতিবার বেলা ১০:৩০ টায় লিন্ডে বাংলাদেশ লিমিটেড-এর ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়্যালি অনুষ্ঠিত হয়েছে। একইদিনে বেলা ১১:০০ টায় প্রতিষ্ঠানটির ইজিএমও অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন লিন্ডে বাংলাদেশ লিমিটেড-এর পরিচালকবৃন্দ রূপালী এইচ চৌধুরী; তানজিব-উল আলম; ও পবন মাইসুরি বিজয়কুমার। আরও ছিলেন ব্যবস্থাপনা পরিচালক বিভাবসু সেনগুপ্ত; কোম্পানি সচিব আবু মোহাম্মদ নিছার প্রমুখ।
সভা দুটির পরিচালনা করেন লিন্ডে বাংলাদেশ লিমিটেড-এর সভাপতি মলয় ব্যানার্জী। সভায় শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত বছরের ক্ষতিপূরণের ব্যবস্থা ও বার্ষিক হিসাবের জন্য পরিকল্পনার অনুমোদন প্রদান করেন।
প্রতিষ্ঠানের সংঘবিধির ৮১ নং অনুচ্ছেদের আওতায় পবন মাইসুরি বিজয়কুমার (অবসরপ্রাপ্ত) ডিরেক্টর হিসেবে পুনঃনির্বাচিত হন। প্রতিষ্ঠানের সংঘবিধির ৮৭ নং অনুচ্ছেদের আওতায় বিভাবসু সেনগুপ্ত (অবসরপ্রাপ্ত) ডিরেক্টর হিসেবে পুনঃনির্বাচিত হন। সভায় শেয়ারহোল্ডাররা ৪২০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ অনুমোদন ঘোষণা করেন।