শিরোনাম

লেখাপড়ার মান উন্নয়ন, ইভটিজিং,বাল্যবিবাহ এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২.৩০ ঘটিকায় রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়, সরিষাবাড়ী, জামালপুর মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এর সহযোগিতায় লেখাপড়ার মান উন্নয়ন, ইভটিজিং,বাল্যবিবাহ এবং মাদক প্রতিরোধে স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর মহোদয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা–বোন-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন আমি জামালপুর জেলায় যোগদান করে জুয়া ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা সেটা পুলিশ সদস্য হোক, রাজনৈতিক বা অন্য যে কেউ মাদকের সাথে সম্পৃক্ত হলে চরম মূল্য দিতে হবে।

এখানে আমার মা-বোন ও কন্যা সন্তান তুল্য তোমরা অনেকে আছো, শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত মায়ের ভূমিকা কিন্তু অপরিহার্য। তাই সমাজের একটি সার্বজনীন সমস্যা বাল্য বিবাহ থেকে মা-বোন কে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, কন্যা সন্তান কিন্তু কারো জন্য কোন বোঝা নয়। এটি দেশের সম্পদ। তোমরা বিভ্রান্ত না হয়ে একটি নিদিষ্ট সময় পর্যন্ত লেখাপড়া করে শিক্ষিত হয়ে নিজেদেরকে অর্থনীতির কান্ডারী করে তুলো। আমি বিশ্বাস করি তোমাদের হাত ধরেই একদিন বাংলাদেশ উন্নয়নের সর্বোচ্চে পোঁছাবে।

জনাব বেগম জোহরা লতীফ, সভাপতি, পরিচালনা পর্ষদ রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব মুহাম্মদ মহব্বত কবীর, অফিসার ইনচার্জ, সরিষাবাড়ি, জামালপুর; জনাব মোঃ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জামালপুর; জনাব মোঃ আশরাফুল আলম মানিক, চেয়ারম্যান, ২নং পোগলদিয়া ইউনিয়ন পরিষদ ; জনাব মোঃ ছাইফুর রহমান (বাছেদ), প্রধান শিক্ষক, রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়।

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

এছাড়াও সমাবেশে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবকবৃন্দসহ বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

গ্রান্ড পূর্ণমিলনী

কুমিল্লা ওএলএফ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে “আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল”-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *