মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ডিজিটাল পার্সোনাল লোন চালুর মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ল্যাপটপ কেনা সহজ করলো ব্র্যাক ব্যাংক।
শিক্ষকরা এখন স্বাচ্চন্দ্যে তাদের ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি করতে পারবেন। তাঁরা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে লোনের আবেদন করতে পারবেন। পাবেন ৮০,০০০ টাকা পর্যন্ত ঋণ, যা ৬/৯/১২/১৫ মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে।
এই উদ্যোগটি ব্যাংকিং খাতে আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবনী সেবার একটি অনন্য উদাহরণ। একই সাথে এটি সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ায় অবদান রাখবে। প্রাথমিক পর্যায়ে, সাভার ও গাজীপুর এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এ ঋণ সুবিধা সহায়তা পাবে।