স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো গেলে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সম্ভব।
ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রাথমিকভাবে ৪টি স্কুলে উন্নতমানের নিরাপদ স্কুলবাস চালু করতে যাচ্ছে।
তারই অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় করেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।
বাসগুলোতে যেমন থাকবে সুদক্ষ ড্রাইভার-সুপারভাইজার তেমনি থাকবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। একজন অভিভাবক অ্যাপের মাধ্যমেই সকল তথ্য পাবেন। থাকবে সিসিটিভি। নির্ধারিত স্থানের ১শ গজের ভেতর ঢুকতে পারবে না কোনো গাড়ি।
আমরা বিশ্বাস করি, সবার সহযোগিতা পেলে এই ধরনের উদ্যোগে ট্রাফিক জ্যাম কমানো সম্ভব।